Redmi নতুন ফোন আসছে 108MP ক্যামেরার সাথে 

Created by Akash

আগামী ২১ মার্চ Redmi Note 12 সিরিজটি বিশ্বজুড়ে লঞ্চ হতে চলেছে। 

ভারত ও চীনে ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে ১২ সিরিজের একটি ফোন FCC তালিকাভুক্ত হয়েছে। 

ফোনটি Redmi Note 11S ফোনের উত্তরসূরি Redmi Note 12S ফোন। 

রেডমি নোট ১২এস ফোনটি ECC সার্টিফিকেশন এ 2303CRA44A মডেল নম্বরের সাথে যোগ দিয়েছে। 

ফোনটির ফিচার সম্পর্কে জানা গিয়েছে যে ফোনটিতে 67W ফাস্ট চার্জিং থাকবে।

এছড়াও ফোনটির চার্জারের মডেল নম্বর MDY-14-EU/EK/EL জানা গিয়েছে।

এছাড়াও ডিসপ্লেতে হিসাবে থাকবে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড, সাথে ৯০ হার্টস রিফ্রেস রেট ও সাথে ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ।

সাথে ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আরো দুটি ক্যামেরা সেন্সর।