ChatGPT: মানুষের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য OpenAI একধরনের AI লঞ্চ করেছে, যেটি মানুষের কঠিন থেকে সহজ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেবে। OpenAI ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই বিশাল ল্যাঙ্গুয়েজ AI মডেল ঘোষণা করে, যেটিকে ChatGPT বলা হচ্ছে। আর এটি হচ্ছে একধনের উন্নতমানের টেকনোলজি যেখানে মানুষ যে কোনো ধরনের ইনফরমেশন জানতে চাইলে ChatGPT অটোমেটিক্যালি সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকে। আর এই বিশাল ভাষাগত মডেল ChatGPT সানফ্রান্সিসকোর এক Artificial Intelligence (AI) কোম্পানি OpenAI তৈরি করেন। চলুন এবার জেনে নিই এটি কি এবং কি কি অসুবিধা আছে এবং কিভাবে ব্যাবহার করতে হয়।
What is ChatGPT? (ChatGPT কি?)
ChatGPT হল এক নতুন টেকনোলজি সমৃদ্ধ ল্যাঙ্গুয়েজ মডেল AI (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স), যেটি মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে থাকে। এই নতুন অবিশ্বাস্য টেকনোলজি আবিষ্কার করেন সানফ্রান্সিসকোর এই AI কোম্পানি OpenAI। এই ChatGPT বিভিন্ন ধরনের কাজে ব্যাবহার হতে পারে।
ChatGPT কিভাবে ব্যাবহার করবেন? How to use ChatGPT?
ChatGPT ব্যাবহার করতে গেলে আপনাকে
ধাপ ১: OpenAI ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে Try ChatGPT অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ২: এখানে আপনার সামনে দুটি অপশন থাকবে Log in ও Sign Up। এখানে আপনি যদি প্রথমবার ব্যাবহার করে থাকেন তাহলে Sign Up অপশনে ক্লিক করে নিজের Google একাউন্ট দিয়ে নতুন একাউন্ট খুলে নিতে হবে।
ধাপ ৩: এখানে আপনার সামনে একটি উইন্ডো খুলবে। সেখানে নিজের নাম লিখে Continue বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৪: তারপর আপনার সামনে ‘Verify your phone number’ একটি পেজ খুলবে। সেখানে নিজের সঠিক ফোন নম্বর দিয়ে otp সহ ভেরিফাই করে নিতে হবে।
ধাপ ৫: Verify করার পর আপনার সামনে ChatGPT আসল পেজ খুলে যাবে। এখানে আপনি বিভিন্ন প্রশ্ন করে ব্যাবহার করতে পারবেন নতুন এই টেকনোলজিকে।
ChatGPT কি কি কাজে ব্যাবহার করা যেতে পারে?
ChatGPT কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আর্টিকেল লেখার জন্য, প্যারাগ্রাফ লেখার জন্য, কোডিং লেখার জন্য, লেটার এবং ইমেইল লেখার জন্যও ব্যাবহার করা যেতে পারে। আপনার কোনো ইনফরমেশন জানতে ইচ্ছা হল যেমন ‘What is Technology?’ তাহলে শুধু ওই প্রশ্নটা OpenAI এর চ্যাট অপশনে গিয়ে লিখলেই আপনার উত্তর অটোমেটিক্যালি লিখতে শুরু করবে ChatGPT। তবে এটাকে সবচেয়ে বেশি কোডিং এর কাজের জন্য বেশি ব্যাবহার করা যায়।