WhatsApp New Feature 2023: অনেক সময় মানুষ নিজের বন্ধু, বান্ধবী, কাকা, মামাকে ভুল মেসেজ পাঠিয়ে বিপাকে পড়ে যায়। কিন্তু এবার আর চিন্তার কোনো কারণ নেই। নতুন ফিচার আনলো WhatsApp, যা দিয়ে আপনি সহজেই ভুলভাল মেসেজ ঠিক করতে পারবেন। কিভাবে কাজ করে চলুন জেনে নিই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে।
ভুল মেসেজ পাঠিয়ে বিপাকে পড়ে যান? একবার মেসেজ পাঠিয়ে দিলে ঠিক করার কোনো উপায় থাকে না। সারাদিন চিন্তায় পরে থাকেন? তাহলে এখুনি এই ফিচারটি দেখুন। WhatsApp এবার নিয়ে আসলো নতুন ফিচার। এবার আপনার মেসেজ ভুল হলেও edit করার অপশন থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে।
আপনি একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট সুযোগ পাবেন মেসেজটি এডিট করে ঠিক করার। তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। এবার থেকে যতই ভুল ভাল মেসেজ পাঠান ঠিক করার সুযোগ আছে।
এবার আর প্রয়োজনের কাছে নিজের মাথা কাটা যাবে না। প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।