WhatsApp New Update: নতুন আপডেটে বিনা ইন্টারনেটে ব্যাবহার করা যাবে WhatsApp, কিভাবে ব্যাবহার করবেন?

WhatsApp New Update: WhatsApp নতুন আপডেটের জন্য ইউজার এখন থেকে কোনো ইন্টারনেট ছাড়াই ব্যাবহার করতে পারবে। বর্তমানে WhatsApp এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী, এখন বর্তমানে ইউজার সংখ্যা প্রায় ২ বিলিয়ন ছাড়িয়েছে। ২০০৯ সালে লঞ্চ হবার পর whatsapp ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এবং অনেক ইউজার একত্রিত করেছে। তারা প্রায় নতুন নতুন অডিও, ভিডিও, মেসেজ ও ইমজিস আপডেট দেওয়ার মাধ্যমে ইউজারকে অন্য কোনো প্লাটফর্মে যেতে বাধা প্রদান করে। কিন্তু এবার ৫ জানুয়ারি WhatsApp এক আপডেট পুশ করেছে, যেখানে বলা হয়েছে এখন থেকে ইউজার বিনা ইন্টারনেটের সুবিধা ছাড়াই ব্যাবহার করতে পারবে whatsapp এবং ওপরের সাথে চ্যাটিং করতে পারবে। কিভাবে এই সেটিং চালু করবেন দেখে নিন?

নতুন আপডেটকে বলা হচ্ছে ‘Proxy Support for WhatsApp‘। এই অপশনটি চালু করলে আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও খুব সহজেই চ্যাটিং করতে পারবেন। নতুন আপডেট WhatsApp বছরের শুরুতেই লঞ্চ করে ধামাকা করে দিয়েছে। এই সেটিংটি চালু থাকলে আপনার WhatsApp অন্য একটি সার্ভার এর সাথে কানেক্ট হয়ে automatically whatsapp চালু রাখবে। আর এই Proxy server বিশ্বব্যাপী বিভিন্ন org দ্বারা পরিচালিত।

WhatsApp তাদের এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, সার্ভার কানেক্ট থাকলে বিনা ইন্টারনেটে ইউজার কোনো রকম বাধা ছাড়াই ব্যাবহার করতে পারবে WhatsApp। তবে সবথেকে ভালো কথা হলো এই আপডেটের ফলে নানারকম তথ্য শুধুমাত্র দুই ইউজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেখানে security কোনো রকম খামতি হবে না বলে জানিয়েছে কোম্পানি।

How to use proxy setting? কিভাবে সেটিং করবেন এই প্রক্সি সার্ভার?

প্রথম ধাপ: WhatsApp ওপেন করে সেটিং অপশনে চলে যান।

দ্বিতীয় ধাপ: সেটিংয়ে গিয়ে Storage, তারপর ডাটা এবং প্রক্সি সেটিংয়ে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: proxy অ্যাড্রেস দিয়ে কানেক্ট করে নিন।

চতুর্থ ধাপ: কানেকশন ঠিকঠাক হল একটি টিকমারক চলে আসবে।

আর এই চারটি ধাপের পরও যদি কানেক্ট না হয় তাহলে Proxy Address অন্য দিয়ে চেষ্টা করুন, যদি না হয় তাহলে বুঝবেন আপনার WhatsApp update করা হয়নি, সেই কারণে নতুন ভার্সন খুব তাড়াতাড়ি আপডেট করুন এবং মজা উপভোগ করুন।

আরো প্রতিদিন Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।