স্মার্টফোনের পাশাপশি ল্যাপটপ আমাদের জীবনের এক অন্যতম ব্যাবহারযোগ্য ডিভাইস। অনেক সময় আমাদের কোনো কিছু না জানার কারণে ল্যাপটপ গরম হয়ে যায় এবং আমরা কিছুই করতে পারি না। সেই কারণে এই প্রতিবেদনটি শেষপর্যন্ত পড়তে থাকুন। এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে আপনার ল্যাপটপ গরম হচ্ছে এবং কি করলে আর ল্যাপটপ গরম হবে না।
কেনো আপনার ল্যাপটপ গরম হচ্ছে?
ল্যাপটপ গরম হওয়ার অনেক কারণ আছে। কোনো কারণে ল্যাপটপের Fan কাজ করা বন্ধ করে দিলে কিনবা ল্যাপটপে অতিরিক্ত গেম খেললে ল্যাপটপ গরম হয়। নিচে অনেকগুলি কারণ দেওয়া হল ল্যাপটপ গরম হওয়ার-
১. ল্যাপটপের Fan কাজ করা বন্ধ করে দিলে
আপনি অনেকক্ষন ধীরে ল্যাপটপ চালাচ্ছেন, হটাৎ ল্যাপটপ গরম হয়ে যাওয়ার পিছনে ফ্যান কাজ না করার কারণ। ল্যাপটপের ফ্যান কোনো কিছু জড়িয়ে গেলে (ধুলো, বালি, চুল) কিনবা খারাপ হয়ে গেলে আপনার ল্যাপটপের ভিতরে গরম হওয়া জিনিস ঠান্ডা হতে পারেনা সেই কারনে ল্যাপটপ গরম হয়।
২. ল্যাপটপে অনেকক্ষন ধরে ভিডিও দেখলে কিনবা ব্রাউজার চালানো করলে
একটি লক্ষ করে দেখবেন যখনই আপনি অতরিক্তহারে অ্যাপস কিনবা ব্রাউজার চালাবেন কিনবা অনেক সময় ধরে মুভি ও অন্যান্য ভিডিও দেখবেন আপনার ল্যাপটপ গরম হয়ে যাবে। অনেকক্ষন ধরে ব্রাউজার চালনা করলে ল্যাপটপের ভিতরে প্রসেসরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, সেই কারণে গরম হয় ল্যাপটপ।
৩. অনেক সময় ধরে গেম খেললে ল্যাপটপ গরম হয়
গেম অনেক বাচ্চাদের জীবনের এক ব্যাবহারিক অঙ্গ হয়ে উঠেছে। আর সেই নেশাতেই বাচ্চারা অতিরিক্ত সময় ধরে গেম খেলে ল্যাপটপ গরম করে ফেলে। গেম পরিচালনার জন্য প্রসেসরের পাশাপাশি গ্রাফিক্স প্রসেসর (GPU) ও ব্যাটারির উপর চাপ পড়ার ফলে ল্যাপটপ গরম (Laptop Overheating) হয়।
৪. লাইভ স্ট্রিমিং করলে ল্যাপটপ গরম হয়
ল্যাপটপে ইউটিউব কিনবা অন্যান্য প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং করলে ল্যাপটপ গরম হয়ে ওঠে। লাইভ স্ট্রিমিং চলার সময় ল্যাপটপ ব্যাটারি অত্যধিক হারে গরম হয়ে যায়, এমনকি ল্যাপটপ বন্ধ হয়ে যায় সময় সময়।
৫. ল্যাপটপে ভাইরাস ঢুকে গেলে ল্যাপটপ গরম হয়
অনেক সময় অন্যান্য বিনা সিকিউরিটি থার্ড পার্টি ওয়েবসাইটে গেলে ল্যাপটপ তথা মোবাইল ভাইরাস ঢুকে পড়ে, সেই কারণে ল্যাপটপ কাজ না করার পাশাপশি অতিরিক্ত গরম হয়ে পড়ে।
কি করলে ল্যাপটপ গরম হবে না?
এখন প্রশ্ন হল আগে থেকে আমাদের কি করতে হবে যাতে ল্যাপটপ আর গরম হবে না? উত্তর হল উপরের যে ৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হল সেগুলি সঠিক ভাবে করলেই আপনার ল্যাপটপ আর গরম হবে না।
১. ল্যাপটপের ফ্যান যাতে কাজ করে সেই দিকে খেয়াল রাখতে হবে। ফ্যানে অন্যান্য ধুলি, বালি, চুল ও অন্যান্য জিনিস ঢুকতে না পারে সেই দিকে তাকিয়ে থাকতে হবে।
২. অতিরিক্ত লাইভ স্ট্রিমিং, অতিরিক্ত অ্যাপস পরিচালনা করা, বেশি মাত্রায় ভিডিও কিনবা ফটো এডিটিং করা থেকে দূরে থাকতে হবে।
৩. অনেক সময় ধরে গেম খেলা যাবে না। গেম ল্যাপটপকে অতিরিক্ত গরম করে তোলে, ল্যাপটপে ফ্যান থাকা সত্ত্বেও।
৪. আমাদের চেষ্টা রাখতে হবে যাতে যে কোনো কায়দায় ল্যাপটপে ভাইরাস না ঢুকতে পারে। উপরে এই কোটি পয়েন্ট নজর রাখলে আপনার ল্যাপটপ আসা করি আর গরম হবে না।
শেষ কথা: মোবাইলের মত ল্যাপটপ অতি সহজেই ব্যাগে করে কিনবা কোনো কিছুতে করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর ল্যাপটপ হল আমাদের জীবনের অন্যতম গুরুত্বপর্ণ ডিভাইস। সেই কারণে ল্যাপটপের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি।