World’s Fastest Phone: কম্পিউটার ভুলে যান iQOO 11 5G নিয়ে আসছে নতুন Graphic চিপ, Snapdragon 8 Gen 2, 120W ফাস্ট চার্জ দাম কত?

World’s Fastest Phone: iQOO 11 5G ফোন হতে যাচ্ছে পৃথিবীর প্রথম স্মার্টফোন যেখানে একটি আলাদা গ্রাফিক কার্ড ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনটি হবে এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সবথেকে ফাস্ট স্মার্টফোন। iQOO কোম্পানি লঞ্চ হবার আগেই এই ফোনের অনেক ফিচার Amazon official সাইটে টিজ করে দিয়েছে। তবে জানিয়ে রাখি আগামী ১০ জানুয়ারি লঞ্চ হতে চলেছে পৃথিবীর সবথেকে দ্রুততম স্মার্টফোন iQOO 11 5G। এই স্মার্টফোনটিতে থাকছে 2k অ্যামোলেড ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিং এবং Snapdragon 8 Gen 2 প্রসেসর। চলুন জেনে নিই এই স্মার্টফোনে কি কি ফিচার থাকছে।

কি কি নতুন ফিচার থাকছে iQOO 11 5G স্মার্টফোনে?

iQOO কোম্পানি সবসময় নতুন ফিচার দেয়ার জন্য জনপ্রিয়। এই কোম্পানি তাদের কম্পেটিতরের তুলনায় কম দামে অনেক ভালো ভালো ফিচার প্রদান করে। এবার iQOO 11 5G স্মার্টফোনে থাকছে নতুন Qualcomm Snapdragon 8 Gen 2 দ্রুতগতির শক্তিশালী প্রসেসর, থাকছে প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে V2 Graphic চিপ যা গেমিং কে অন্য পর্যায়ে নিয়ে যাবে। এছাড়াও থাকছে নতুন 144Hz রিফ্রেস রেট ও 1800nits ব্রাইটনেস সম্পূর্ণ একটি 2K E6 Amoled ডিসপ্লে। এই সমস্ত নতুন ফিচারগুলো দেখা যাবে iQOO 11 5G স্মার্টফোনে।

iQOO 11 5G Specifications and launch date (iQOO 11 5G স্মার্টফোনে কি কি ফিচার থাকবে ও লঞ্চ ডেট):

iQOO 11 5G স্মার্টফোনটি আগামী 10 জানুয়ারি লঞ্চ করবে iQOO কোম্পানি। iQOO 11 5G স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 2, V2 Chip, 144Hz refresh rate সহ 2K E6 Amoled ডিসপ্লের মত নতুন ফিচারের সাথে থাকছে আরো অনেক ফিচার যেগুলো নিচে আলোচনা করা হয়েছে।

Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ iQOO নতুন স্মার্টফোনের antutu score 1,32,3820 যেখানে Snapdragon 8 Gen 1 Antutu score ছিল 1,11,5589। আর পাওয়ারফুল V2 Graphic চিপ থাকায় ফোনটি 144 FPS পর্যন্ত গেম fame দিতে সক্ষম। আর এই স্মার্টফোনের পিছনে থাকছে অর্গানিক সিলিকন লেদার ব্যাক ডিজাইন। এছাড়াও থাকছে 120W ফাস্ট চার্জিং যা মাত্র 8 মিনিট 50% চার্জ করবে।

iQOO 11 5G স্মার্টফোনে থাকবে 50MP Gen 5 OIS camera সেন্সর এবং সাথে আছে iQOO কোম্পানির জনপ্রিয় ভাপর cooling টেকনোলজি, যা ফোনকে বেশি গরম হওয়া থেকে রক্ষা করবে।