পাসওয়ার্ড হলো মোবাইলের এক অন্যতম চাবিকাঠি। পাসওয়ার্ড ছাড়া মোবাইল কখনোই সেফ নয়। আমরা দিনে দুপুরে যেকোনো এপ্লিকেশন এই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। একটি ইমেইল বানানো সময় পাসওয়ার্ডের প্রয়োজন হয় ফেসবুক খোলার সময় পাসওয়ার্ড এর প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ খোলার সময় পাসওয়ার্ডের প্রয়োজন হয় বিভিন্ন কাজে পাসওয়ার্ড এর প্রয়োজন দেখা দেয়। এমনকি অন্যজনের হাতে মোবাইল যাতে না যায় সেই কারণে আমরা মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আমরা জানি যে পাসওয়ার্ডের গুরুত্ব কতখানি।
আমরা জেনে না জেনে অনেকেই বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, যেগুলি কখনোই সেভ নয়। তাই আরেকবার পাসওয়ার্ড ব্যবহার করার আগেই এই আর্টিকেলটি অবশ্যই পড়ুন। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে জঘন্য দশটি পাসওয়ার্ড সম্পর্কে। যেগুলি আপনার মোবাইলে থাকলে আপনার মোবাইল কখনোই সেভ থাকবে না। চলুন দেখে নেয়া যাক এই দশটি বেকার পাসওয়ার্ড।
পৃথিবীর ১০টি জঘন্য Password:
- 123456
- 123456789
- 12345
- qwerty
- password
- 12345678
- 111111
- 123123
- 1234567890
- 1234567
আপনার যদি উপরের এই দশটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে বলবো দশটি পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না। কারণ ওপরের এই দশটি পাসওয়ার্ড অধিকাংশ মোবাইল ব্যবহারকারীদের ব্যবহার করে। আর সেই কারণেই হ্যাকাররাও বুঝে গেছে যে এরকম পাসওয়ার্ড যে কোন মোবাইলে থাকতে পারে। সেই কারণে আগে থেকেই সাবধান হোন যাতে আপনার মোবাইল অন্যজনের হাতে নেওয়া যায়।
আপনাদের বলব এমন একটি পাসওয়ার্ড বানান যাতে দেখতে খুবই মনে হয় কিন্তু মনে রাখতে সহজ। দরকার হয় পাসওয়ার্ডটি বানানোর পর এ খাতা-কলমে লিখে রাখুন। পাসওয়ার্ড যত কঠিন হবে আপনার মোবাইল ততো সেভ থাকবে। বিভিন্ন দরকারী জিনিসপত্র সেভ থাকবে।