এবার সামনে আসলো Xiaomi 12 সিরিজের আরো 4টি ফোন। জেনে নিন কবে লঞ্চ হবে ও কি কি থাকবে।

Xiaomi ও Leica কোম্পানির মিলিত প্রয়াসে আগামী জুলাই মাসে Xiaomi 12 Ultra ফোনটি রিলিজ হবে, যে খবরটি কম বেশি আমরা সবাই জানি। আর এই ফোনের সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য আমরা আগে পেয়েছি। যেমন এই নতুন ডিভাইসটির ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং প্রসেসর কেমন হবে।

নতুন Xiaomi 12 Ultra (model 2203121) ফোনের নেটওয়ার্ক পারমিট অনলাইনে লিক হয়ে গেছে, কিন্তু এর কোনো অফিসিয়াল ডকুমেন্ট ফটো আমাদের সামনে এসে নি।

Read More: Xiaomi 12 Ultra ছবিতে তিনটে Main Camera ও Leica Logo দেখা গিয়েছে

যাইহোক ওই নেটওয়ার্ক এর উপর কিছু রেন্ডার ও থার্ড পার্টি কেস রয়েছে। এই ফোনের বৈশিষ্ট্যের দিকে তাকালে আমরা দেখতে পাবো Xiaomi 12 Ultra ফোনটি ক্যামেরা জন্য অনেকটা জায়গা দখল করবে। এই ডিভাইসের ক্যামেরা লেন্স গুলি horizontal ভাবে থাকবে। এবং এই লেন্সে Leica কোম্পানির একটি ছোট লোগো থাকবে।

এবার এই প্রথম কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের লোগো certified হল।

Read More: MediaTek ঘোষণা করেছে Mediatek Dimensity 9000 5G: বিশ্বের প্রথম 4nm মোবাইল চিপ

এবার Xiaomi 12 series ফোনে কোন কোন ফোনে থাকবে সেগুলি হল Xiaomi 12 Ultra, Xiaomi 12 Pro updated version, Xiaomi 12s এবং Xiaomi 12s Pro ফোন।

Xiaomi 12S

8GB/128GB 8GB/256GB 12GB/512GB Snapdragon 8+ Gen 1

Xiaomi 12S Pro

8GB/128GB 8GB/256GB 12GB/512GB, 120W fast charging, Snapdragon 8+ Gen 1

Xiaomi 12S Pro

8GB/256GB 12GB/512GB Dimensity 9000

এই ফোনগুলোর একটি ভার্সন MediaTek Dimensity 9000 প্রসেসর ব্যাবহার করবে। এই চারটি ফোনের তিনটি certificate complete হয়ে গিয়েছে, এখন শুধু রিলিজ হওয়ার অপেক্ষায়। Source থেকে জানা যাচ্ছে যে L1, L2 এবং L3 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজের সাপোর্ট থাকবে।

SOURCE:

মন্তব্য করুন