হ্যা, আপনারা ঠিক শুনেছেন Xiaomi নতুন Ultra Flagship মোবাইল Xiaomi 12s ultra ফোনটির AnTuTu score মাথা ঘুরে যাওয়ার মত। আজকে আমরা এই ফোনের ক্ষমতা সম্পর্কে আলোচনা করবো। খবর থেকে জানা যাচ্ছে যে এই ফোনের মধ্যে দেওয়া থাকবে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট, যার ক্ষমতা সম্পর্কে আমরা আগেই জেনেছি। এই চিপসেট কে অন্যান্য চিপসেটের রাজা বলা হয় এতে কোনো সন্ধেয় নেই। Xiaomi 12s Pro antutu benchmark Score: কিছুদিন আগেই আমরা Snapdragon 8 Plus Gen 1 চিপসেট সম্পর্কে আলোচনা করেছি। এর স্কোর অন্যান্য Flagship ফোনকে ছড়িয়ে কিভাবে এগিয়ে গিয়েছিল।
এর স্কোর গিয়ে দাঁড়িয়ে ছিল প্রায় 1.18 million, যা এখনও পর্যন্ত সবথেকে বেশি AnTuTu স্কোরার হিসাবে পরিচিতি লাভ করেছিল। এবার Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট যুক্ত Xiaomi 12s Pro ফোনের AnTuTu score আমাদের সামনে আসলো। এই ফোনের AnTuTu score গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1.12 মিলিয়ন।
Xiaomi 12s Pro Display Specification Leak:
Xiaomi 12S Pro Display Specs -6.73-inch
second-generation LTPO – 2K screen -E5 AMOLED
10bits colors -1500nits peak brightness
1~120hz Refresh Rate
Xiaomi 12s Ultra Specification:
এছাড়াও এই ফোনে নিচে দেওয়া ফিচারগুলো আছেই। এই ফোনে ডিসপ্লে হিসাবে থাকবে 6.7-inch AMOLED QHD+ 120Hz ডিসপ্লে। সাথে 20-megapixel front camera থাকবে। আর সবথেকে powerful Snapdragon 8+ Gen 1 chipset থাকবে। এবং up to 12 GB of LPDDR5 RAM ও 256 GB of UFS 3.1 powerful storage সাপোর্ট থাকবে। আর ব্যাটারি হিসাবে 4,800mAh battery with 67W fast charging and 50W wireless সাপোর্ট। এই স্মার্টফোনটি 4 July china তে লঞ্চ হতে চলেছে।