এবার Xiaomi 12s Pro ফোনের ক্যামেরা ও ব্যাটারি Specs বেরিয়ে আসলো

আগামী 4 জুলাই চিনে লঞ্চ হচ্ছে Xiaomi 12 সিরিজের কয়েকটি ফোন। আর শেইগুলির মধ্যে Xiaomi 12s Pro হচ্ছে একটি Flagship মোবাইল ফোন। এর আগে আমরা এই ফোনের antutu score ও ডিসপ্লে নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এই ফোনের লিক হয়ে আসা ক্যামেরা ও ব্যাটারি specifications নিয়ে আলোচনা করবো। এই Xiaomi 12s Pro ফোনের ব্যাটারি হিসাবে থাকবে 120W Xiaomi pro surging second চার্জ। ফাস্ট mood এই ফোনটির ব্যাটারি মাত্র 19 মিনিটে 100% চার্জ ফুল করে দেবে। এবং Balanced mood এই ফোনটি 100% ব্যাটারি  মাত্র 25 মিনিটে কভার করে ফেলবে।

এছাড়াও এই ফোনে 50W Wireless charging সাপোর্ট এবং 10W reverse wireless সাপোর্ট থাকবে। সবকিছু দেখে বলতে গেলে এই ফোনটি এবার দিকথেকে কোনো রকম কমতি নিয়ে আসবে না। এই ফোনের antutu score সমন্ধে জানতে নিচে ক্লিক করুন।

Read More: Xiaomi 12s Pro antutu score

এবার আসি সবথেকে গুরু্বপূর্ণ camera Specifications এর দিকে। Xiaomi 12s Pro flagship ফোনে তিনটি Leica professional optical camera লেন্স ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি 50MP Sony IMX707 Main camera দুর্দান্ত ইমেজ ক্যাপচার করার জন্য। আর 50MP 2x telephoto Portrait ক্যামেরা সেন্সর দুর্দান্ত ও অসাধারণ DSLR এর মত ফটো তোলার জন্য এবং 50MP 115° ultra wide angle ক্যামেরা সেন্সর wide ফটো তোলার জন্য। সবার শেষে বলতে পারি Xiaomi 12 সিরিজের এই Xiaomi 12s Pro flagship ফোনটি এই বছরের সেরা একটি ফোন হতে চলেছে। আর Xiaomi 12 সিরিজ স্মার্টফোনগুলো 4 July সর্বপ্রথম চিনে লঞ্চ হবে এবং তারপর পৃথিবীর অন্যান্য জায়গায় অর্থাৎ globally লঞ্চ হবে।

মন্তব্য করুন