তিনটি 50MP ক্যামেরা ও Snapdragon 8+ Gen 1 চিপসেট এর সাথে চিনে লঞ্চ হল Xiaomi 12s Pro । জেনে নিন অন্যান্য ফিচার

আজ 4 জুলাই চিনে লঞ্চ হল Xiaomi 12s সিরিজের 12s Pro ফোনটি। আমরা এই আর্টিকলে Xiaomi 12s Pro ফোনের সমস্ত ফিচার ও দাম নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নিই এই ফোনে কি কি ফিচার দিয়েছে শাওমি। আমরা একে একে এই ফোনের সমস্ত ফিচার সম্পর্কে আলোচনা করছি। Price In china: এই ফোনটি আজ 4 জুলাই চায়নার মার্কেটে 4699 yuan অর্থাৎ ইন্ডিয়ান টাকায় প্রায় ₹55,398 টাকায় লঞ্চ হয়েছে।

Display Specification: প্রথমে ডিসপ্লের কথা বলি, এই ফোনে রয়েছে 6.73ইঞ্চির একটি 120Hz সম্পূর্ণ সুপার AMOLED LTPO 10 BIT সম্পূর্ণ E5 ডিসপ্লে প্যানেল। আর সাথে 1500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট আছে। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশনের জন্য GG Victus এর সাপোর্ট আছে।

Processor, Ram and Storage: এই ফোনে প্রসেসর হিসাবে রয়েছে Qualcomm এর তরফ থেকে নতুন আসা Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। এছাড়াও LPDDR5 RAM এর সাপোর্ট এবং লেটেস্ট UFS 3.1 স্টোরেজ সাপোর্ট এই ফোনকে সুপার করার জন্য।

Camera Specs: এবার আসি ক্যামেরার কোথায়, এই Xiaomi 12s Pro স্মার্টফোনে তিনটি 50MP ক্যামেরা সেন্সর দেওয়া আছে। 50MP ক্যামেরাটি Sony IMX707 মেন ক্যামেরা সেন্সর, যেটিতে OIS এর দুর্দান্ত সাপোর্ট আছে । এছাড়াও 50MP এর একটি ultra wide angle ক্যামেরা সেন্সর ও সর্বশেষে 50MP এর আরেকটি telephoto Portrait ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। আর সামনের ক্যামেরা হিসাবে 32MP এর একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে।

Battery System: ই ফোনে 4800mAh এর 120W ফাস্ট চার্জিং সহ একটি ব্যাটারি ব্যাবহার করা হয়েছে । যেটি মাত্র 15 মিনিটে ফোনকে full charge করে দিতে সক্ষম। এছাড়াও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। Others Specification: এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 12 system support থাকবে, এই ফোনটির thickness 8.16mm, ওজন 206 গ্রাম এবং USB 2.0 এর সাপোর্ট অব্যসই থাকবে।

মন্তব্য করুন