Xiaomi 12s Ultra ফোনে iPhone 13 Pro Max এর দ্বিগুন ক্যামেরা সেন্সর ।

29 জুন একটি অফিসিয়াল লিক থেকে জন্য যায় যে Xiaomi আপকামিং ফ্লাগশিপ ফোন Xiaomi 12s Ultra ফোনে থাকবে একটি বিশাল বড় ক্যামেরা সেন্সর। Latest Sony IMX989 1-inch Sensor: Xiaomi 12s Ultra ডিভাইসে Sony এর তরফ থেকে দেওয়া Sony IMX989 1inch ক্যামেরা সেন্সর। এই ক্যামেরা সেন্সরটি সনির আগের যতগুলো ক্যামেরা সেন্সর ছিল তার তুলনায় আকারে প্রায় দ্বিগুণ। এর আগের সেন্সর গুলির সঙ্গে তুলনা করলে দেখা যায় এই সেন্সরটি বিশাল।

iPhone 13 pro max ফোনে ব্যাবহার করা হয়েছিল 1.65″ । এবং Sony IMX766 মোবাইল ক্যামেরা সেন্সরটি ছিল 1.56″ । Sony IMX707/700 সেন্সরটি ছিল 1/1.28″ । আর এবার এই নতুন Sony IMX989 সেন্সরটি আগের ওই সব সেনসরগুলির তুলনায় প্রায় দ্বিগুণ। দ্বিগুণ হবার কারণে এই সেন্সরটির অনেক গুরুত্বপূর্ণ গুনও আছে।

এই সেন্সরটি ব্যাবহার করলে কি কি সুবিধা পেতে পারে সেগুলি হল-

  • Sony IMX989 সেন্সরটি 1ইঞ্চ হবার জন্য Low Light photography এক অন্যমাত্রায় পৌঁছাবে।
  • সেন্সরটি আকার বড় হবার কারণে MP এর সংখ্যা বৃদ্ধি পাবে।
  • Sony IMX989 1ইঞ্চ সেন্সর হওয়ার কারণে খুবই ক্লিয়ার ও অসাধারণ ফটো আসবে।

Sony IMX989 সেন্সরের সাথে আসা Xiaomi 12s Ultra ফোনটি এবার মোবাইল photography তে নতুন এক level তৈরি করবে।

Compared with iPhone 13 Pro Max: এই ফোনটি iPhone 13 Pro Max ফোনের তুলনায় 193% higher photosensitive area and 76.8% higher lighting ability রয়েছে। ফটো তুলার সময় এটি 2.5% faster and starting up speeds by 11%. Sony IMX989 + Leica + Xiaomi image প্রসেসিং করার ক্ষমতা একটা থেকে অন্যটা একদমই আলাদা।

Others Specifications:

Lei Jun explains করেদিয়েছে যে, Xiaomi 12 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 chip থাকবে এবং এই ফোনটি মার্চ ও এপ্রিল মাসে রিলিজ করার কথা ছিল। কিন্তু কোম্পানির মত পুরোপুরি বদলে যাওয়ায় তারা Qualcomm এর তরফ থেকে নতুন আসা Snapdragon 8 Plus Gen 1 চিপসেট ব্যাবহার করবে। তাই তারা এই ফোনের নাম রাখল Xiaomi 12 Ultra এর বদলে Xiaomi 12s Ultra ফ্লাগশিপ স্মার্টফোন।

মন্তব্য করুন