HIGHLIGHTS:
- Xiaomi 12T Pro স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং
- 108MP ক্যামেরা সহ তিনটি ক্যামেরা সেটআপ।
- 12Bit Amoled 120Hz ডিসপ্লে
- সবথেকে পাওয়ারফুল Snapdragon 8 Plus Gen 1 চিপসেট
আজ 14 আগস্ট কিছু খবর থেকে জানা গিয়েছে যে Xiaomi কোম্পানি তাদের আরেক ফ্লাগশিপ ফোনের উপর কাজ করছে, যার ফিচারের কোনো কমতি নেই। এর আগেও এই চলতি বছরে Xiaomi তাদের 12 সিরিজের Xiaomi 12s ultra, Xiaomi 12 Pro, Xiaomi 12 5G এই সমস্ত ফ্লাগশিপ লঞ্চ করেছে। কিন্তু এবার শাওমি কোম্পানি তাদের 12 সিরিজের আরো একটি ফ্লাগশিপ Xiaomi 12T Pro ফোন লঞ্চ করবে বলে প্লান করছে। কিন্তু লঞ্চ হওয়ার আগেই এই ফোনের সমস্ত স্পেস কিংবা ফিচার হল লিক।
#Xiaomi12TPro Specs and Price Revealed!
— Nishant Pathak (@NishantBareilly) August 14, 2022
Specs:-
•6.67" FHD+ OLED display
With 120Hz refresh rate, 12Bit, HDR 10+
And In-display fingerprint scanner
•Snapdragon 8+ Gen 1 with LPDDR5 and UFS 3.1
•108MP HM6 OIS+8MP+2MP Rear
With 20MP front camera pic.twitter.com/XBzqargAK5
Xiaomi 12T Pro ফোনের ফিচার: Display এবং বডি: শাওমির নতুন ফ্লাগশিপ ফোনে থাকবে 6.67 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি OLED প্যানেল ডিসপ্লে। সাথে এই ডিসপ্লেতে 12bit কালার সাপোর্ট এবং HDR 10+ সাপোর্টও থাকবে বলে জানা গিয়েছে। সাথে In-diaplay ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আরও অন্যান্য ডিসপ্লে ফিচার যা অন্যান্য ফ্লাগশিপ ফোনে থাকে। ফোনটির থিকনেস্ 8.6mm এবং ওয়েট 202 গ্রাম।
আরও পড়ুন: Redmi Note 11E 5G ফোনের রিব্রান্ড হয়ে ভারতে আসছে Redmi 11 Prime 5G
ক্যামেরা ফিচার: ক্যামেরা এই Xiaomi 12T Pro ফোনের অন্যতম ফিচার। শাওমির এই ফ্লাগশিপ ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ। 108MP সহ HM6 ক্যামেরা সেন্সর সহ প্রাইমারি ক্যামেরা, 8MP ultra-wide ক্যামেরা এবং আরো একটি 2MP ক্যামেরা সেন্সর। আর ক্লিয়ার এবং সুন্দর সেলফি তোলার জন্য থাকবে 20MP এর একটি হাই রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: ১২০০০ টাকায় সেরা 4টি ক্যামেরা ফোন | best camera phone under 12,000
প্রসেসর, Ram এবং স্টোরেজ: চিপসেট হিসাবে থাকছে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। যা Xiaomi তাদের অন্যান্য 12 সিরিজের ফোনেও ব্যাবহার করেছে। আর জানিয়ে রাখি যে এই চিপসেট আগের কোয়ালকম Snapdragon 8 Gen 1 এর থেকেও 16% থেকে 60% সিপিইউ এবং GPU এর দিক থেকে বেশি শক্তিশালী। আর এই সাথে এই Snapdragon 8 Plus Gen 1 চিপসেটকে অ্যান্ড্রয়েড জগতের চিপসেটের রাজা বলা হয়। সাথে LPDDR5 RAM সাপোর্ট এবং UFS3.1 স্টোরেজ সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে।
দাম ও অন্যান্য ফিচার: এই Xiaomi 12T Pro 5G ফোনের ইউরোপের বাজারে দাম 649 ইউরো। আর ইউরোপের বাজারের দাম সবসময় বেশিই থাকবে। এছাড়াও অন্যান্য ফিচার গুলির মধ্যে থাকবে 120W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh এর বিশাল ব্যাটারি, নতুন Android 12 সিস্টেম সাপোর্ট এবং সাথে নীল, কালো এবং সিলভার কালারের সাথে available থাকবে।
আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে