2k ডিসপ্লে ও 50MP ক্যামেরার সাথে শাওমি মিক্স ফোল্ড 2 সমস্ত স্পেস ফাঁস হল

আজ 11 আগস্ট বৃহস্পতিবার বিভিন্ন লিকার দের থেকে এই শাওমি মিক্স ফোল্ড 2 ফোনের সমস্ত স্পেসিফিকেশন হল ফাঁস। এই বছর যেন ফোল্ডিং ফোনের রঙমহর লেগেছে। প্রায় প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো কোম্পানির তরফ থেকে ফোল্ডিং ফোনের স্পেস ও ফিচার লিক হচ্ছে। এবার শাওমি এর ফোনের ফিচার ফাঁস হল। এই সমস্ত ফিচার গুলি নিয়ে আলোচনা করবো। শাওমির থেকে আসা এই ফোল্ডিং ফোনে দুটি অ্যামোলেড ডিসপ্লেতে থাকবে বলে জানা যাচ্ছে। একটি ৫.৫ মিলিমিটার থিকনেসের সাথে 120Hz রিফ্রেশ রেট এর ডিসপ্লে রেজোলিউশন এর সাথে 8″ ২k ইকো OLED ডিসপ্লে ব্যাবহার হবে বলে জানা যাচ্ছে। এবং আরেকটি 11.4 মিলি মিটার থিকনসের সাথে 120Hz রিফ্রেস রেট এর 6.56 ইঞ্চির FHD+ E5 AMOLED ডিসপ্লে আছে।

শাওমি মিক্স ফোল্ড ২ ফোনে কোয়ালকম এর থেকে আসা পৃথিবীর সবথেকে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড প্রসেসর Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট থাকবে। এছাড়াও LPDDR5 RAM সাপোর্ট এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া ডুয়াল x হাক্সিস মোটর, ডুয়াল স্পিকার এর সাপোর্ট ।

আর এই শাওমি মিক্স ফোল্ড ২ ফোনের পিছনে 50MP+13MP+8MP এর তিনটি রিয়ার ক্যামেরা থাকবে বলে অনেকের মত। প্রথমটি 50MP OIS সাপোর্ট এর সাথে প্রাইমারি ক্যামেরা এবং 13MP এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং শেষে একটি 8MP এর ক্যামেরা সেন্সর দেওয়া থাকবে।

Akash

I am Akash. On my website we post various news related to technology every day. And this site is made for tech review, new launch, latest news lottery news etc.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।